লন্ডনে মিডিয়া কাপ ক্রিকেট ২৪ আগস্ট

ডেইলিইউকেবাংলা।। লন্ডন ও পাশ্ববর্তী শহরের বাংলা মিডিয়াতে কর্মরতদের নিয়ে গত বছরের ন্যায় এবারো মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট শনিবার পূর্ব লন্ডনের হ্যাকনী মার্স মাঠে।

ক্যানারী ওয়ার্ফ গ্রুপের অর্থায়নে এবং লন্ডন ক্রিকেট লীগ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় নয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের শীর্ষ ২টি করে দল শিরোপার জন্য নক আউট পর্যায়ে অংশ নেবে। একই দিন বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার বিকেলে ক্যানারী ওয়ার্ফ গ্রুপের একটি সেমিনার হলে টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের গ্রুপ ও স্পন্সর বাঁচাই করা হয়।
এবারের টুর্নামেন্টে গ্রুপ এ-তে খেলছে এলবি২৪, ইস্ট এন্ডারস, এটিএন বাংলা, ইক্বরা বাংলা, জনমত। আর বি-তে খেলছে বেতার বাংলা, চ্যানেল এস, টিভি ওয়ান এসপিডি (সুরমা, পত্রিকা, দেশ)
টুর্নামেন্ট কমিটির সদস্য মোস্তাক বাবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির প্রধান ক্যানারী ওয়ার্ফ গ্রুপের এসোসিয়েট ডিরেক্টর জাকির খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল।

টুর্নামেন্ট কমিটির সদস্য, স্পন্সর ও টিম কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক চৌধুরী, আবু সুফিয়ান ঝিলাম, নাহিন নেওয়াজ রানা, আরজ আলী, মোহাম্মদ আব্দুল বারী, নাজিম উদ্দিন, শরিফ ইসলাম, ওয়াজেদ হাসান সেলিম, জুয়েল চৌধুরী, মাজহার আহমদ, আব্দুল মুনিম জাহেদী ক্যারল,  শাহ ইউসুফ, আহাদ চৌধুরী বাবু, আব্দুস সাত্তার মিশু, ইব্রাহিম খলিল,  আনঞ্জুমান মুন্নি, আদিল চৌধুরী, মনির উদ্দিন, মিনহাজ খান,  ইমরান আহমদ, রেজাউল করিম মৃদা, কয়েছ আহমদ রুহেল ও একলাচুর রহমান পাক্কু।

উল্লেখ্য, নয় দলের মাঝে গতবারের শিরোপা জয়ী এটিএন বাংলা ইউকে এবারেও শিরোপা ধরে রাখতে মাঠে নামবে বলে জানিয়েছে তারা।

Leave a Reply

Developed by: TechLoge

x