টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার
স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে নামছে বাংলাদেশ।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মাশরাফি বিন মুর্তজার রেকর্ড ম্যাচ আজকের এই ওয়ানডে।আজকে দুইশোতম ওয়ানডে খেলতে নামছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ করার লক্ষ্য পূরণ হয়েছে কয়েক দিন আগে।এবার রঙিন পোশাকের ক্রিকেট লড়াই। দেশের মাটিতে এই প্রথম ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করা গেছে।এবার ওয়ানডে সিরিজে নিজেদের আধিপত্য জানান দেওয়ার মিশন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে বেলা একটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।আলোচিত টপ অর্ডারের চার ব্যাটসম্যানকেই দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট।আর পূর্ব ধারণা অনুযায়ী তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।সে হিসেবে তিন পেসার ও তিন স্পিনিং অলরাউন্ডার এবং ৫ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।জিম্বাবুয়ে সিরিজের তুলনায় এই সিরিজে পরিবর্তন এসেছে পাঁচটি।বাদ পড়েছেন মিঠুন, নাজমুল ইসলাম,সাইফউদ্দিন,আবু হায়দার ও আরিফুল হক।ঢুকেছেন সাকিব আল হাসান,তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান,মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কিয়েরন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশানে থমাস।