মেয়র আনিসুল হক ফের আইসিইউতে
নিউজ ডেস্কঃ লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে আবার আইসিইউতে নেয়া হয়েছে। নতুন করে শারিরিক জটিলতা দেখা দেয়ায় তাকে ফের আইসিইউতে নেয়া হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। আনিসুল হকের পারিবারিক ঘনিষ্টজন টেলিভিশন উপস্থাপক ডা. আবদুন নুর তুষার জানিয়েছেন, অসুস্থতা বাড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে বলে আনিসুল হকের স্ত্রী রুবানা হক তাকে জানিয়েছেন। নাতির জন্ম উপলক্ষে লন্ডনে যাওয়ার পর গত ৪ঠা আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় আনিসুল হককে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নীরিক্ষা করে জানান, মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস সমস্যায় ভুগছেন তিনি। আইসিইউতে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি হলে গত ৩১শে অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয় বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল। আনিসুল হকের শারিরিক অবস্থা নিয়ে অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের নেতিবাচক খবর আসার প্রেক্ষিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই বিবৃতি বলা হয়, তার অবস্থার উন্নতি হচ্ছে। এছাড়া যেসব খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)