রূপগঞ্জে জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের সক্রিয় সদস্য হাফেজ সৈয়দ মো. ইসহাক ওরফে মাওলানা ইসহাক ওরফে হাফেজ মাওলানা ইসহাককে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতর থেকে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার রাতে র‌্যাব-১১এর একটি আভিযানিক দল রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তিতে নিজ বাসা এবং দোকান হতে বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।ইসহাক নরসিংদীর বেলাব থানা এলাকার স্থায়ী বাসিন্ধা। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় দায়েরকৃত একটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপ) সক্রিয় সদস্য।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x