বিশ্বসেরার লড়াইয়ে কে কার প্রতিপক্ষ?
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। আটটি গ্রুপে ভাগ করা হয়েছে ৩২টি দলকে। ১৪ জুন স্বাগতিক রাশিয়া বনাম সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হয়ে ফুটবল যুদ্ধ। একই গ্রুপে পড়েছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। এছাড়া অন্য গ্রুপগুলো মোটামুটি শক্তির ভারাসাম্য অনুযায়ীই পড়েছে লটারিতে।
গ্রুপ এ : রাশিয়া, সৌদি আরব, উরুগুয়ে, মিসর
গ্রুপ বি : পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান
গ্রুপ সি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ ডি : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ ই : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া
গ্রুপ এফ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ জি : ইংল্যান্ড, বেলজিয়াম, তিউনিসিয়া ও পানামা
গ্রুপ এইচ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া ও জাপান
প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে দ্বিতীয় রাউন্ডে।