অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়ে চিঠি

নিউজ ডেস্কঃ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো চিঠিতে এ হুমকি দেওয়া হয়।চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনার দিন ফুরিয়ে আসছে। জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হোন।অ্যাটর্নি জেনারেল জানান, এ হুমকির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। এর পর থেকে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর সময়ে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি, জামায়াতের বেশ কয়েকজন নেতার ফাঁসির রায় কার্যকর করা হয়।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x