সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভা অনুষ্ঠিত
ডেইলিইউকেবাংলা: সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আয়োজিত এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয় গত ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের সোনারগাও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ আলম কামালী। সচিব মোহাম্মদ নাজিমুল ইসলাম লিটনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরানে পাক থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের অন্যতম সদস্য সৈয়দ রফিকুল হক ধলা।
অনুষ্ঠানে উপস্থিত এলাকা বাসিদের উপস্থিতে পরামর্শমূলক বক্তব্যের পর উপস্থিত সকলেই এলাকার উন্নয়নে সংগঠনের উন্নয়নকল্পে এবং ট্রাস্টের কাজকে আরও গতিশীল করতে কমিটির কলেবর বৃধির লক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সর্বসন্মতিতে ২৩ সদস্যর এক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ।
শাহ আলম কামালীকে সভাপতি, মোহাম্মদ নাজিমুল ইসলাম লিটনকে সাধারন সম্পাদক এবং হাজির মিয়া লুতফুরকে অর্থ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তাগন এলাকার উন্নয়নের জন্য সকলে মিলিত ভাবে কাজ করে করার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং ট্রাস্টকে গতিশীল করতে এলাকার প্রবাসী ভাই বোনদের সদস্য পদ গ্রহনের আহ্বান জানান ।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন হাজির মিয়া লুতফুর, পীর আহমেদ কুতুব, আলতাব হোসেন, সাদেক কোরেশী মনসুর আহমদ কামালী, সৈয়দ শাহনুর আলী, সাজাহান মিয়া আকিকুল, সৈয়দ জিল্লুল হক, মাহমুদুল হক কামালী, সৈয়দ জহিরুল হক, হরুক মিয়া কামালী, সৈয়দ রফিকুল হক ধলা, মহিতুর রহমান খান, সৈয়দ আতাউর রহমান, সোহেল মিয়া, আমীর কামালী, শাহাব উদ্দিন, সৈয়দ শফর আলী, সৈয়দ সুমন সহ অন্যানরা ।
সবশেষে নব নির্বাচিত সভাপতি শাহ আলম কামালী ও সাধারন সম্পাদক মোহাম্মদ নাজিমুল ইসলাম লিটন আগামী দিনে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন আগামী সভায় পুনাঙ্গ কমিটির সভায় এলাকার উন্নয়নে আলোচনা ও কার্যকরী পদক্ষেপের কথা জানান।