মিডল্যান্ডস লেডিস ক্লাব “বাঙালি নারীর কন্ঠস্বর’’
জান্নাতুল চৌধুরী তামান্না : বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ! গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো ! নারীর প্রতি সম্মান ও মর্যাদা দান এবং তাদের আর্থিক,রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্টার লক্ষে এই দিবসটি পালিত হয় ! কিন্তু বড় দুঃখের কথা আকাশের সকল তারা গুলো গুনতে গুনতে কখন যে টেমস নদীর পারে এসে ক্লান্ত হয়ে নোঙ্গর ফেলেছি,জীবনের পড়ন্ত বিকেলে এসে উপলব্দি করলাম,নারীদের সবচেয়ে সুরক্ষিত স্থানে এসেও আমার কমিউনিটির তথাকথিত সমাজপতিদের সেই লালসালু উপন্যাসের বন্ড মজিদের লাল কাপড়কে পুঁজি করে সবাইকে আবদ্ধ রেখে সর্বদা জমিলার দিকে তার কু-নজর !
সমাজপতিদের এতো চক্ষুশীল অপেক্ষা করে প্রবাসের মাটিতে দিনের কর্মব্যস্ততার পর বাসায় ফিরে বাসার কাজ-কর্ম,আত্মীয়-স্বজন সংসার দেখা-শোনা নারীদের দায়িত্ব । সেখানে পুরুষ শুধু গৃহ কর্তা ! এতো কর্ম ব্যস্ততার মাজে মনের খোরাক খুঁজতে আমাদের মহিলারা প্রবাসের মাটিতে হয়তো কেউ একদম একা, এই একাকীত্ব জীবনে মাঝেমধ্যে খুঁজে একটু বিনোদন, একটু অন্য পরিবেশে আড্ডা,একটু হাসি একটু আড্ডা,একটু সুন্দর করে নিজেকে পরিবেশন করা পরিবর্তন করে দিতে পারে নারীদের মানসিক অথবা পারিপার্শ্বিক চাপ। একজনের কাছ থেকে আরেকজনের শিখে নিতে পারে অনেক কিছু । এই প্রতিবন্ধকতা দূরীকরণে অসাধ্য কাজ সাধ্য করতে বার্মিংহামে বসবাসসরত নারী মুক্তির এক অগ্রদূত মাসুম চৌধুরি রুমকির উদ্যোগে প্রথম বারের মতো গঠিত করা হয় মিডল্যান্ডস লেডিস ক্লাব !
নারী দিবসকে সামনে রেখে তিনি সকল সদস্যদেরকে নিয়ে সংগঠনের উদ্বোধন করেন “মিডল্যান্ডস মহিলা ক্লাব”নামকরণে । মাসুমা চৌধুরী নিজেই অনেক সামাজিক-সাংস্কৃতিক, ব্যাবসায়িক সংগঠনের সাথে জড়িত। তার এই মিডল্যান্ড মহিলা ক্লাব সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মিডল্যান্ড এর নারীদের নিয়ে সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষামূলক মোটিভেশন সহ দেশ-বিদেশে স্বদেশ প্রেমের সেতু-বন্ধন তৈরী করা !এই উন্নত দেশে থেকেও আমাদের সমাজের কিছু পুরুষ নারীকে তার সীমাবদ্ধতা বলতে চুলাতে আগুন ধরানো পর্যন্ত সীমাবদ্ধতা মনে করেন,শুধু গৃহস্থলি কাজ করার জন্য ! তাই সব নারীর যথা সাধ্য কষ্ট লাঘব করতে উল্লেখযোগ্য সংখ্যক মহিলার সমাগমনে গত ৭-মার্চ ২০২০ বার্মিংহামের স্মলহিথ এলাকার এক রেস্টুরেন্টে মাসুমা চৌধুরি রুমকির আয়োজনে ক্যাক কেটে সংগঠনের কার্যক্রম শুরু করা হয় । মাসুমা চৌধুরি রুমকি মিডল্যান্ড এর সকল নারীদের আহ্বান জানিয়েছেন নারীদের এ সংগঠনে যোগদানের জন্য। উনার বক্তব্যে উনি বলেছেন এই সংগঠনের উদ্যেক্তা উনি একা নন সবাই এই সংগঠনের উদ্যোক্তা, আরো বলেছেন মিডল্যান্ড মহিলা ক্লাব ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে সকল নারীর জন্য উন্মুক্ত, এই ক্লাব খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কিং এক নারীর সাথে অন্য নারীর,জীবন-জীবিকার অভিজ্ঞতার একে-ওপরের শেয়ার করা ! এ ক্লাবের মাধ্যমে নারীরা সফলতা অর্জনে সয়াহক হবে ! আমাদের এই লেডিস ক্লাবে নিজেদের কর্ম পদ্ধতিতে এগুতে পারি ৷ আমরা যতই বলিনা কেন নারীদের সমতা অর্জিত হয়েছে; আসলেই কি তাই ? নারীকে এখনো ভোগ্য বস্তু,ধর্ম দিয়ে,আইন দিয়ে,সামাজিকতার দোহাই দিয়ে নিয়ন্ত্রণ করা হয় ৷
মিডল্যান্ডসের সব মহিলারা আসুন নিজেদের ভবিষ্যৎ কাজের ক্ষেত্র আমরা তৈরী করি ! এখন যদি বিলেতের কোনো কমিউনিটি নেতা বলেন নারী না মানুষ হও,আমি তাদের উদ্দেশে বলতে চাই মানুষতো ছিলাম….৷ আমি বিশ্বাস করি এই সংগঠনের মাধ্যমে আমাদের বাঙালি নারীরা তাদের কন্ঠস্বর ফিরে পাবেন এবং শুধু স্বাধীন ভাবে অনুভবই করবেন না বরং স্বাধীন ভাবে নিজেদের জীবনও উপভোগ করবেন