সাংসদ -কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ভাই’য়ের বাড়ি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ঢাকা সংবাদাতা: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ভাই এবারত হোসেনের বাড়ি থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার দুপুরে সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ঝুমা আক্তার। সে উপজেলার ধল্লা গ্রামের রিয়াজুল হকের মেয়ে।
সিংগাইর থানার এসআই জিয়াউদ্দিন উজ্জ্বল জানান, ঝুমার মা কাঞ্চন মালা বিদেশে থাকেন। বাবা দ্বিতীয় বিয়ে করায় সে প্রায় তিন বছর ধরে এবারত হোসেনের বাসায় আশ্রিত হিসেবে ছিল। এবারত হোসেনও গান-বাজনা করেন। ঝুমা বাড়ির ছোট খাট কাজের পাশাপাশি স্কুলেও লেখাপড়া করত। এবার পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। এবারতের মেয়ে এনাতাজ ঝুমার সহপাঠী ছিল। এনা ও ঝুমা একসঙ্গে গানও শিখত।
এবারতের ছেলে ফিরোজ সিংগাইর কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
বাড়ির মালিক এবারত হোসেন জানান, বৃহস্পতিবার ঘুম থেকে উঠে ঝুমাই রান্নাবান্না করে। পরে স্ত্রী ফরিদা বেগম, ছেলে ফিরোজ, মেয়ে এনাতাজ ও ঝুমা একসঙ্গে খান।
এবারত ছেলে ফিরোজকে নিয়ে তাদের আরেকটি বাড়িতে যান। খাওয়ার পর এবারতের স্ত্রী ও মেয়ে বাড়ির উঠানে রোদ পোহাচ্ছিলেন। সকাল দশটার দিকে ফিরোজ বাড়িতে এসে নিজের ঘরে ঝুমাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
এবারত বলেন ঘটনাটি আত্মহত্যা। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। এসআই জিয়াউদ্দিন উজ্জ্বল ঝুমার ঝুলন্ত মরদেহ ফ্যান থেকে নামান। একটি শাড়ি দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে বাঁধা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঝুমার বাবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার মামা আবু সাইদ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)