যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় দুই কিশোর নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যের আলবুকুয়েরকুর এলাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের আজটেক শহরে এ ঘটনা ঘটে।
নিউ মেক্সিকো রাজ্য পুলিশের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, আজটেক হাই স্কুলে হামলাকারীকে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারকে হামলার খবর দেওয়া হয়েছে। এ ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে পুলিশের পক্ষ থেকে হামলাকারী ও নিহত দুই ছাত্রের পরিচয় জানানো হয়নি।গরেট পার্কার নামের ওই স্কুলের এক শিক্ষার্থী স্থানীয় টেলিভিশন চ্যানেল কোয়াটকে (কেওএটি) জানায়, ইতিহাস ক্লাস চলাকালে এ গুলির ঘটনা ঘটে। এ সময় শিক্ষক শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দেন এবং শিক্ষার্থীরা এক কোনায় লুকিয়ে পড়ে।পার্কার আরো বলেন, ‘কিছুক্ষণ পর কক্ষ থেকে বের হলে দরজার সামনে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।এ ঘটনায় আজটেক উচ্চ বিদ্যালয় ঘেরাও করে তল্লাশি অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয় তারা। এ সময় আশপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়।চলতি বছরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন বন্দুক হামলায় তিন হাজার ৭০০ শিশু ও কিশোর হতাহত হয়েছ
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)