গেইলের দুর্দান্ত শতকে রংপুরের জয়, খুলনার বিদায়

স্পোর্টস ডেস্কঃ বিপিএলের এলিমিনেটর ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে রংপুর রাইডার্স। শুক্রবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি  হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের ইনিংসে ভর করে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার টিকিট পেল রংপুর। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিল খুলনা টাইটান্স।

ব্যাট হাতে ক্রিস গেইল ৫১ বলে ৬ চার ও ১৪ ছক্কায় ১২৬ রানের দানবীয় ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ মিথুন। তিনি ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। সোহাগ গাজী ১ রান ও ব্রেন্ডন ম্যাককালাম ০ রানে আউট হন।এর আগে খুলনার পক্ষে শান্ত ১৬ বলে ১৫, আফিফ হোসেন ৯ বলে ১১, মাহমুদুল্লাহ রিয়াদ ৬ বলে ২০, ক্লিঞ্জার ২২ বলে মাত্র ১৫, আরিফুল ৩০ বলে ২৯, নিকোলাস পুরান ২২ বলে ২৮ ও কালোর্স ব্র্যাথওয়েটের ৯ বলে অপরাজিত ২৫ রান করেন। রংপুরের পক্ষে মালিঙ্গা দুটি, গাজী-নাজমুল-রুবেল-বোপারা ১টি করে উইকেট নেন।

Leave a Reply

Developed by: TechLoge

x