ব্রিটেনে ইলিগ্যাল ওয়ার্কারদের বৈধতার দাবী জানিয়েছে বিসিএ এসেক্স রিজিয়ন
ডেইলিইউকেবাংলা: বৃটেনের কারী শিল্পের প্রতিনিধিত্ব কারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন বিসিএ এসেস্ক রিজিয়নের নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তারা কারী শিল্পের বর্তমান সংকটের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা এ গুরুত্বপূর্ণ শিল্পকে বাঁচাতে এবং তীব্র স্টাফ সংকট সমাধানে বৃটেনে অবস্থানরত সকল আন ডকুমেন্ডেট ওয়ার্কারদের বৈধতা প্রদান করে কাজ করার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
এ ছাড়া বিসিএ কেন্দ্রীয় কমিটি কতৃর্ক অনুমোদিত বিসিএ এসেস্ক রিজিয়নের নতুন আহবায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় আগামী ২ মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত অনুযায়ী বিসিএ এসেস্ক রিজিয়নের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে সকলে ঐক্যমত পোষণ করেন।
বুধবার ৬ডিসেম্বর হারলোর গার্ডেন অব ইন্ডিয়া রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিসিএ এসেস্ক রিজিয়নের আহবায়ক ও কেন্দ্রীয় বিসিএর সিনিয়র সভাপতি প্রবীণ ক্যাটারার জামাল উদ্দিন মকদ্দুস ।এসেস্ক রিজিয়নের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফরহাদ হোসেন টিপুর র পরিচালনায় এবং সদস্য আব্দুল সুফানের সাবির্ক আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র ক্যাটারার সিরাজ আলী,আশরাফ হোসেন মুকুল,আব্দুল হক,নাজাম উদ্দিন নজরুল ,আলতাফ হোসেন ,আফজল হোসেন,সালেহ আহমদ,ইশতিয়াক হোসেন দুদু,তৌরিছ মিয়া ,রওশন আহমদ,নাজমুল হক,বদরুল উদ্দিন রাজু,সুয়েবুর রহমান চৌধুরী,আনোয়ার আহমদ মুরাদ,আব্দুল কুদ্দুছ ,বুরহান উদ্দিন বাবুল সহ আরো অনেকে। সভায় দুই মাসের মধ্যে সম্মেলনের লক্ষে এসেস্কর বিভিন্ন শহরে সভা করে , সংগঠনের সদস্য সংগ্রহের ব্যাপারে আলোচনা সিন্ধান্ত গ্রহন করা হয়। এ বিষয়ে আহবায়ক কমিটির সকল সদস্যকে নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে সভা থেকে জোর তাগিদ দেওয়া হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিসিএর নতুন আহবায়ক কমিটির সদস্য সালেহ আহমদ।