২০০৮-এর চেয়েও বেশি ভোট পাবে আ.লীগ : জয়
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই। আওয়ামী লীগের ওপর মানুষের বিশ্বাস ও সমর্থন যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে এখন নির্বাচন হলেও এ দল ২০০৮ সালের নির্বাচনের চেয়েও বেশি আসন পাবে।
আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জয় বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ দলকে হারানোর মতো শক্তি অন্য কোনো দলের নেই।
তিনি বলেন, নির্বাচনের আর বছর খানেক বাকি রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।
আগামী নির্বাচনে নিজে প্রার্থী হবেন কি-না জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, আগামী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। এমপি, মন্ত্রী হওয়ার লোভ আমার নেই।
কিভাবে জরিপ চালানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রফেশনাল একটি কোম্পানীকে দিয়ে জরিপ চালিয়েছি। আর আমি নিজে জরিপ কার্যক্রম মনিটর করেছি। এ জরিপ মোস্ট একুরেইট জরিপ।বিএনপির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জয় বলেন, নির্বাচনের মূল বিষয় হলো নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে কিনা তা দেখা। আর কোন দল নির্বাচনে কোন দল এলো বা কোন দল এলো না সেটা বিষয় নয়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)