শুল্কমুক্ত সুবিধায় ৩০টি মার্সিডিজ ও বিএমডব্লিউ গাড়ি কিনছে সরকার

নিউজ ডেস্কঃ ইসলামিক সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন সামনে রেখে ৩০টি মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ গাড়ি কিনছে সরকার।ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দিনের সম্মেলনে আসা অতিথিদের যাতায়াত ও পরিবহনের জন্য এসব বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হবে।আগামী বছরের মে মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বিস্তারিত জানান। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ বলেন, বিলাসবহুল এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনা হবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেলেই এতে কোনো বাধা থাকবে না।

শাহাবুদ্দিন আহমেদ বলেন, মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে। সেজন্য আমরা গাড়িগুলো কিনে দেয়ার ব্যবস্থা করছি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সচিব বলেন, বিদেশি অতিথিরা আসবেন। তাদের সামনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাই এর লক্ষ্য। অতিথিরা যারা আসবেন তারা তো উন্নত মডেলের গাড়িতে চলাচল করে অভ্যস্ত। তাদের সুবিধার কথা ভেবেই এই প্রস্তাবটি এসেছে।জানা গেছে, ভবিষ্যতে আমন্ত্রিত অতি গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x