রসিক নির্বাচন গণতন্ত্রের বিজয়: ওবায়দুল কাদের
নিউজ ডেস্কঃ রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল গণতন্ত্রের বিজয় আর বিএনপির জন্য বার্তা হিসেবে দেখছে আওয়ামী লীগ।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।কাদের বলেন, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পরাজয় হলেও রাজনৈতিক বিজয় হয়েছে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ দিয়ে বিএনপি বরাবরের মতোই ভাঙা রেকর্ড বাজাচ্ছে।আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি ভোটকেন্দ্রের প্রায় অর্ধশত কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)