নির্বাচন নিয়ে এরশাদের মুখ থেকে কথা শোনার সময় আসেনি : সেতুমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছে। এরপর থেকে এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক কথাই বলতে শুরু করেছেন। এরশাদ সাহেব যা-ই বলেন না কেন তার মুখ থেকে আগামী নির্বাচন নিয়ে শেষ কথা শুনতে হলে আরো অপেক্ষা করতে হবে, শেষ কথা শোনার সময় এখনো আসেনি।

রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রংপুর সিটি নির্বাচনে আওয়ামীলীগের জনপ্রিয়তা কমেনি। জাতীয় পার্টির মেয়র জিতলেও কাউন্সিলরের দিক দিয়ে আওয়ামীলীগ এগিয়ে রয়েছে। একজন দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীসহ বাকী স্বতন্ত্র প্রার্থীগুলোও আওয়ামী লীগের ছিল। সেই তুলনায় বিএনপি তো আওয়ামী লীগের ধারে-কাছেও নেই। তাহলে তারা কিভাবে বলছে নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানীতে গেছে, এমন ধারণা ভুল।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি যখনই আদালতে যান তখনই তার নিজের লোকেরা মারামারিতে লিপ্ত হয়। এগুলো কোন নতুন কথা নয়। তিনি যে দিনই আদালতে যান সেই দিনই একটি ঘটনা ঘটবে। তার নেতাকর্মীরা ইচ্ছে করেই পুলিশকে উস্কানি দেয়, রাস্তা দখল করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ে মারে। তখন পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ছোট খাটো ঘটনা ঘটিয়ে দেশের মানুষকে বুঝায় তারা মাঠে আছে।

তিনি বলেন, কানাডার আদালত তাদেরকে (বিএনপি) সন্ত্রাসী দল হিসেবে দুই-দুইবার রায় দিয়েছে। এই দলের কাউকে আশ্রয় দেওয়া যাবে না।

গুম-খুন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির ধরা পড়া এক নেতা ১৬৪ ধারায় বলেছে সুইডেন প্রবাসী এক নেতা পেট্রোল বোমা ও সন্ত্রাসী কাজে জড়িত। সেই নেতা সুইডেন বসে বাংলাদেশে কিলার গ্রুপ ও ঢাকায় যারা গুম ও হত্যার ঘটনা ঘটাচ্ছে তাদেরকে পরিচালিত করে। এসব কর্মকান্ড বিএনপির পালিয়ে থাকা সেই নেতাই করাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা ও সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার প্রমুখ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x