৫ ঘন্টা পর পাটুরিয়া ও দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্কঃ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে নদীপথটিতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, বিভিন্ন যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৩টি ফেরি। এছাড়া- উভয় ঘাটের দুই পাশে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, ভোরে হঠাৎ পদ্মা অববাহিকায় কুয়াশা নেমে এলে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাবার পর আবার ফেরি সার্ভিস চালু হয়েছে। যানজট হ্রাস পাচ্ছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x