‘জামায়াত-বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি’
নিউজ ডেস্কঃ জামায়াত-বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি, এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।শেখ সেলিম বলেন, অতীতে ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্র এখনও চলছে। আজকে পরাজিত শক্তিরা বাইরে বসে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে কিভাবে পরাজিত করা যায়! জামায়াত-বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি, এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। বিশ্বের কোথাও পরাজিত শক্তির রাজনীতি করার অধিকার নাই। এদেরও (বিএনপি-জামায়াত) রাজনীতি করার অধিকার নাই।এরা বসবাস করে বাংলাদেশে, আর স্বপ্ন দেখে পাকিস্তানের।তিনি বলেন, বাংলাদেশে কেবল মাত্র স্বাধীনতা পক্ষের শক্তি রাজনীতি করবে। এবং তারাই এদেশকে শাসন করবে।এসময় বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে যুবলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, শোষন, বঞ্চনা ও অন্যায়মুক্ত বাংলাদেশে গঠনে শেখ হাসিার বিকল্প নেই। তোমরা ঐক্যবদ্ধভাবে এ কথা মনে রাখবা, আগামী নির্বাচনে যেন কোনো অপশক্তি কোনো ষড়যন্ত্র করতে না পারে। কোনো নাশকতা করতেনা পারে। কোনো রকম অরাজকতা সৃষ্টি করতে না পারে। করলে তোমরা প্রতিরোধ গড়ে তুলবে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)