আমরা চাই খালেদা জিয়া খালাস হয়ে আসুক: হানিফ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতিবাজ প্রমাণিত হলে জাতি লজ্জায় পড়বে। তাই তিনি খালাস হয়ে ফিরে আসুক, এমনটাই চান তাঁরা।

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকায় জেলা পরিষদের অডিটরিয়াম নির্মাণকাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল-উল-আলম হানিফ বলেন, ‘আমরা বহুবার বলেছি, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতি বা এতিমের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতিবাজ প্রমাণিত হয়ে গোটা জাতিকে লজ্জায় ফেলবেন, সেটা আমরা চাই না। আমরা চাই, খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করেই খালাস হয়ে আসুক। কিন্তু জনগণের মধ্যে এমন সন্দেহ ঢুকেছে, বেগম জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলেই নানা সময়, নানা বিভ্রান্তিকর কথা বলেই জনগণকে বিভ্রান্ত করতে চায়।’

এ সময় দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, ‘আমাদের দেশে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। স্বাধীনভাবেই বিচারকাজ চলছে। এভাবে বিচারের রায়কে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া যদি সত্যিকার অর্থেই নির্দোষ হন, তাহলে অবশ্যই তিনি খালাস হয়ে আসবেন। কিন্তু তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হন, তাহলে আদালতের রায় তাঁকে মেনে নিতে হবে। এটা নিয়ে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে বা তাঁর অপরাধকে আড়াল করার কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি নেতাদের কথাগুলোর মধ্য দিয়েই জনগণের মধ্যে সন্দেহ হয়, আসলেই মনে হয় তারা অপরাধ করেছিল। তাদের এই অর্থ আত্মসাৎ বা দুর্নীতি সন্দেহাতীতভাবেই আদালতে প্রমাণ হচ্ছে বিধায়ই বিএনপির মধ্যে শঙ্কা জেগেছে যে আদালতের মামলার রায় তাদের বিরুদ্ধে যাবে। সে কারণে জনগণকে বিভ্রান্ত করার জন্য আগে থেকেই এ ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন।’

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x