প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন নজিবুর রহমান
নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে আজ। নজিরবুর রহমান এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন। মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমপর্যায়ের।
পৃথক প্রজ্ঞাপনে তিন মন্ত্রণালয়ে নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত তথ্যসচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন আহমেদকে। এছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত খাদ্যসচিব এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোহসীনকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)