ঢাকা সিটি উত্তরের নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত  হবে।একই দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে নির্বাচন হবে।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে ২৬ ফেব্রুয়ারি। আলাদা আলাদাভাবে তিনটি তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি।এছাড়া গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ অাসনের উপ-নির্বাচন হবে ১৩ মার্চ। এ দুই অাসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৫ ফেব্রুয়ারি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x