পিলখানা মামলার সেই আ. লীগ নেতা তোরাব আলী মারা গেছেন
নিউজ ডেস্কঃ পিলখানা হত্যাকাণ্ডের মামলা থেকে খালাস পাওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা তোরাব আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
শুক্রবার ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হানিফ মিয়া। তিনি জানান, গত ৩ জানুয়ারি তোরাব আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তোরাব আলী ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন। পিলখানা হত্যা মামলা থেকে খালাস পেলেও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে না পৌঁছায় তিনি মুক্তি পাননি।
গত বছরের ২৭ নভেম্বর তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ পিলখানা হত্যা মামলার আপিলের রায়ে তাকে খালাস দেন। এর আগে পিলখানার মামলায় তোবার আলীকে জজ আদালতে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)