‘মাশরাফি সেরা নেতা, সাকিব অনেক অভিজ্ঞ’
স্পোর্টস ডেস্কঃ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর এখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগ হয়নি। তাই নিজেদের অনুশীলনের পাশাপাশি সতীর্থদের দেখভালের দায়িত্বটা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে দিয়েছে বিসিবি। সিনিয়র দুই সতীর্থকে হঠাৎ নতুন ভুমিকায় পেয়ে কেমন লাগছে সেকথাই জানালেন ইমরুল।
আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে ইমরুল বলেন, ‘মাশরাফি ভাই সব সময় উদ্বুদ্ধ করতে অনেক ভালো ভালো কথা বলেন, তিনি নেতা হিসেবে দুর্দান্ত। কেউ ভালো করলে কিংবা খারাপ করলে পাশে থাকেন। আর সাকিব অনেক অভিজ্ঞ। বাইরে খেলে তার যে অভিজ্ঞতা হয়, সেসব আমাদের সঙ্গে ভাগাভাগি করে। তাতে আমরা বুঝি কী করলে আরও ভালো হয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও উঠতি খেলোয়াড়দের জন্য ইতিবাচক। তার কাছ থেকে অনেক নেওয়ার আছে।’
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়েই শুরু হবে এই সিরিজ। সেই সিরিজে লঙ্কান দলের কোচের দায়িত্বে রয়েছেন টাইগারদেরই সদ্য সাবেক গুরু হাথরুসিংহে। যিনি বাংলাদেশের পরিবর্তিত ক্রিকেটের অন্যতম কারিগর। খেলোয়াড়দের সামর্থ্য ও দুর্বলতা সবই তার জানা। তথাপি সেসব নিয়ে চিন্তিত নন ইমরুল।
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের মতো খেলতে পারি, নিজেদের কন্ডিশনে, অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। আমরা জানি, আমাদের কন্ডিশনে আমরা কতটা শক্তিশালী দল। এগুলো চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, হাথুরু আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে। কিন্তু আসল জিনিস হচ্ছে মাঠে সব ঠিকঠাক করা।’