৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিল না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিল না। জনগণ ভোট দিয়েছিলো বলেই তাঁর সরকার চার বছর পূর্ণ করতে পেরেছে।

আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতান্ত্রিক ধারাবাহিতা রক্ষার আহ্বান জানান তিনি।শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেই অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে উন্নতি হয়েছে। মানুষের দোরগোড়ায় উন্নয়নের ছোয়া পৌঁছে গেছে। যারা বলেন ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছিলো তাদের সেই বক্তব্যের সমালোচনা করেন তিনি।

সরকারপ্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলের ধারাবাহিকতায় বিএনপির জন্ম হয়েছে। তাদের মুখে গণতন্ত্র রক্ষার কথা মানায় না। বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের রাজনীতি করা ও ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, সরকারের সফলতা নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাদের দুর্নীতির তথ্য যেসব দেশ উদঘাটন করছে স্বচ্ছতা থাকলে তাদের উকিল নোটিশ দেওয়ার আহ্বান জানান তিনি।

২০২১ সালে মধ্যে দেশকে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো নির্দলীয় সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানায়। কিন্তু আওয়ামী লীগ দাবি মেনে নেয় না। তখন নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ফলে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ১৫৩টি আসনে সংসদ সদস্যরা নির্বাচিত হন। বাকি ১৪৭ জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এর আগের সংসদে বিরোধী দলের ভূমিকায় ছিল বিএনপি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x