ফেনীতে বাস খাদে পড়ে নিহত ৬

নিউজ ডেস্কঃ ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে ফেনী-মাইজদী সড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ওসি জানান, সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে।আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x