সাবেক এমপি ইউসুফের চিকিৎসার ব্যবস্থা নিতে ডিসিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মাদ ইউসুফের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান এই নির্দেশ চট্টগ্রামের জেলা প্রশাসককে পৌঁছে দেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সোস্যাল মিডিয়ায় প্রচরিত কয়েক বছর থেকে সাবেক এমপি মোহাম্মাদ ইউসুফের অসুস্থতা ও মানবেতর জীবনযাপনের খবর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ডিসিকে মোহাম্মাদ ইউসুফের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাঙ্গুনিয়া থানার সাবেক সভাপতি ইউসুফ ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x