আপন জুয়েলার্সের ২ মালিকের মুক্তিতে বাধা নেই

নিউজ ডেস্কঃ মুদ্রাপাচারের মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।আদালতে আপন মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।এর ফলে গুলজার আহমেদ ও আজাদ আহমেদের মুক্তিতে বাধা না থাকলেও আরো দুটি মামলা থাকায় বনানী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের আপাতত মুক্তি মিলছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।এর আগে গত ১৪ ডিসেম্বর রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা পাঁচ মামলার মধ্যে তিন মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের মালিকদের জামিন দেন হাইকোর্ট। তবে বাকি দুই মামলা স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়।এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পর হাইকোটের্র জামিন স্থগিত করেন আপিল বিভাগ। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর হাইকোর্টের জামিন বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x