সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

নিউজ ডেস্কঃ ঘুষ নিয়ে বক্তব্য দেয়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগের দাবি তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তাহজীব বলেন, অতিকথন দোষে দুষ্ট আমাদের শিক্ষামন্ত্রীর অতি বিতর্কিত মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ করেছে। পত্রপত্রিকায় দেখেছি মন্ত্রী সরকারি কর্মকর্তাদের বলেছেন- ‘আপনারা সহনীয় পর্যায় ঘুষ খাবেন। ঘুষ খেতে না বলার নৈতিক সাহস আমার নেই। কারণ আমি ঘুষ খাই, মন্ত্রীরা ঘুষ খায়।‘ এই বিতর্কিত বক্তব্যের জন্য মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাকে অবশ্যই সংসদে দাঁড়িয়ে তার মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।তিনি বলেন, শিক্ষামন্ত্রী আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হলে জনগণের কাছে সরকারকে বিতর্কিত না করে উনার উচিত নিজ পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x