ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায়
স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজ ও বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম। আজ শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা। ত্রিদেশীয় সিরিজের অপর দল জিম্বাবুয়ে গতকাল রাতে ঢাকায় পৌঁছে। সিরিজের প্রথম ম্যাচে অনুষ্ঠিত হবে ১৫ই জানুয়ারি। ওই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। আর শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।১৭ই জানুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ত্রিদেশীয় সিরিজের সবকয়টি ম্যাচ শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। হাথুরুসিংহ সর্বশেষ বাংলাদেশের কোচ ছিলেন।