অবসরে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো
স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান ফুটবল বরাবরই সুন্দর ফুটবলের পূজারি। আর সেই সুন্দর-নান্দনিক ফুটবলের বড় বিজ্ঞাপন ছিলেন রোনালদিনহো। মাঠে যেন বল নিয়ে সাম্বা নাচতেন ব্রাজিলিয়ান এই তারকা। মাঠের জাদুকরি পারফরম্যান্স আর ভুবনভোলানো হাসি দিয়ে তিনি জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মন। রোনালদিনহো সেই বিরল শ্রেণির ফুটবলার, যাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থেকে অভিবাদন জানিয়েছে প্রতিপক্ষের দর্শক। সেটাও আবার এল ক্ল্যাসিকোর মতো আগুনে লড়াইয়ে। রোনালদিনহোর বিদায় তাই যেন ফুটবলেরই একটা অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছে।আন্তর্জাতিক ফুটবল থেকে সরে পড়েছিলেন বেশ কিছুদিন আগেই। এবার সব ধরনের ফুটবল থেকেই বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন রোনালদিনহো। আগামী মে মাসেই ১৭ বছরের বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘সে থেমে গেছে এবং এখানেই শেষ। রাশিয়া বিশ্বকাপের পর হয়তো তার (রোনালদিনহোর) বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে। আগামী আগস্টে এটা বেশ বড় ও সুন্দর কিছুই হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন ইভেন্ট করব এবং অবশ্যই আমরা ব্রাজিল দলের সঙ্গেও কিছু করব।১৯৯৯ সালে ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল রোনালদিনহোর। তার আগে তিনি খেলেছিলেন ব্রাজিলের তিনটি বয়সভিত্তিক দলে। ২০০২ সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপটি জয়ের পেছনে প্রধান অবদান ছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারের। ব্রাজিলের হয়ে মোট ৯৭টি ম্যাচ খেলে রোনালদিনহো করেছিলেন ৩৩টি গোল।দুবারের ফিফা ব্যালন ডি’অরজয়ী রোনালদিনহো ক্লাব ফুটবলেও পেয়েছেন সফলতা। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার প্রাণভোমরা। এ সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসির শুরুর দিনগুলোতে রোনালদিনহোই ছিলেন ছায়া হয়ে। বার্সার জার্সি গায়ে তিনি জিতেছিলেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।বর্তমানে মেক্সিকোর কোয়েরেতারোর ক্লাবে খেলছেন রোনালদিনহো। কিন্তু এখন আর আগের মতো মেলে ধরতে পারছেন না নিজেকে। দলের হয়ে ১৯টি ম্যাচে গোল করেছেন মাত্র তিনটি। সম্প্রতি প্রথম একাদশ থেকে বাদও পড়েছেন। ফর্মে না থাকাটাই হয়তো তাঁকে বিদায়ের কথা ভাবতে বাধ্য করেছে। এ পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন রোনালদিনহো। মাঝমাঠ সামলানোর পাশাপাশি ৩৩টি গোলও করেছেন তিনি। বার্সেলোনার হয়ে ১৪৭ ম্যাচ খেলে গোল করেছেন ৭০টি। খেলার পাশাপাশি ২০০৬ সালে দলটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন। আগের বছর জিতেছিলেন ব্যালন ডি’অর। এসি মিলানের হয়েও তিনি ২০ বার বল জালে জড়ান!