লেকহেড গ্রামার স্কুলের পরিচালক নিখোঁজ
নিউজ ডেস্কঃ রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে কে বা কারা তুলে নিয়ে গেছে। এ মর্মে শনিবার সন্ধ্যায় গুলশান থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন লেকহেড গ্রামার স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া।সালাউদ্দিন মিয়া জানান, জিডিতে বলা হয়, শনিবার বিকাল ৪টার দিকে সাদা পোশাকে ৭/৮ জন লোক গুলশান-১ সেকশনস্থ লেকহেড গ্রামার স্কুলের সামনে থেকে খালেদ হাসান মতিনকে তুলে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে।
এ দিকে কাউন্টারটেররিজম ইউনিটের ডিসি মহিবুল ইসলাম বলেন, তারা এমন কাউকে আটক করেননি।উল্লেখ্য, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেয়ার অভিযোগে গত বছর গত নভেম্বর মাসে এই স্কুলটি বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)