মাশরাফি-সাকিবে লণ্ডভণ্ড জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানার শুরুটা করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সহ-অধিনায়ক সাকিব আল হাসান কি আর চুপচাপ বসে থাকতে পারেন! ঘূর্ণির জাদুতে দলীয় ৭ম আর নিজের ৪র্থ ওভারে জোড়া উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চাপেই রাখলেন সাকিব। মাশরাফিও তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় উইকেট। অধিনায়ক আর সহ-অধিনায়কের জোড়া উইকেট শিকারে ১০ ওভার শেষে জিম্বাবুয়ে সংগ্রহ করেছে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান।বোলিংবান্ধব উইকেটে ২১৭ রানের লক্ষ্যটাও যে অনেক বড় তা ভালো করেই জানা ছিল দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা আর সোলেমন মায়ার। তাই শুরুটাও করেছিলেন একটু মন্থর গতিতেই।

লাভটা অবশ্য হয়নি তেমন। ১৫ বল মোকাবিলা করে ৫ রান করে মাশরাফির বলে সাব্বিরে হাতে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয়েছে অভিজ্ঞ মাসাকাদজাকে। আরেকপাশ থেকে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের ওপর চাপটা ধরে রেখেছিলেন সাকিব।মাঝে এক ওভার দেননি কোনো রান। তবে উইকেটের দেখাটা পাচ্ছিলেন না ত্রিদেশীয় সিরিজের সর্বোচ্চ উইকেট নেওয়া সাকিব। অবশেষে ৭ম ওভারে মায়ারকে সোজা বোল্ড করে দেখা পেলেন ম্যাচে নিজের প্রথম উইকেটের।

১০ম ওভারের শুরুতেই মাশরাফির বলে স্লিপে সাব্বিরের হাতে ধরা পড়েছেন ক্রেইগ অরভিন।ব্যাটিংয়ে দলের হাল ধরা সাকিব সেই ওভারের শেষ বলটাতে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন বিপজ্জনক ব্র্যান্ডন টেলরকেও।আগে ব্যাট করে বাংলাদেশ নিজেদের ইনিংসে  সংগ্রহ করেছিল ৯ উইকেট হারিয়ে ২১৬ রান।

Leave a Reply

Developed by: TechLoge

x