আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই না: অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ আমার আর নির্বাচন করার ইচ্ছে নেই। নির্বাচন করার বয়সও আমার নেই। আর যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে নির্দেশ দেন তাহলে হয়তো নির্বাচন করতে পারি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ আয়োজিত সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল থেকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের প্রচার শুরু করবেন। এর আগে তিনি আমাকে কী নির্দেশনা দেন সেটা থেকে আমার নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি স্পষ্ট করে বলা যাবে।মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় আসলে দেশের দারিদ্র্য আর থাকবে না। দেশে দরিদ্রতা যে ছিল, এটা ইতিহাস হয়ে থাকবে।তবে এর আগেও অর্থমন্ত্রী এ ধরনের কথা বলেছেন। গত বছরের ১৭ জুলাই সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনীতি বিটের কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত আলোচনাকালে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই। তবে দল চাইলে প্রার্থী হতেও আপত্তি নেই বলে জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তখন অর্থমন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে আগামী কোনো নির্বাচনেই অংশ নেওয়ার ইচ্ছা আমার নেই। তবে দলের প্রয়োজন হলে অবশ্যই অংশ নিতে হবে। যেহেতু আমি দল করি, সেহেতু দলের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিতে হবে।প্রসঙ্গত, ১৯৮১ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে গিয়ে ‘অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে’ কাজ শুরু করেন ফোর্ড ফাউন্ডেশন ও আইএফএডি-তে।১৯৮২-৮৩ সালে তখনকার এইচ এম এরশাদ সরকারের সময়ে প্রথমবারের মতো অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে আসেন মুহিত। দীর্ঘদিন বিশ্বব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করার পর দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি।২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি পান অর্থমন্ত্রীর দায়িত্ব। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধেই রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১১ বার ও টানা নয়বার বাংলাদেশের বাজেট ঘোষণা করার রেকর্ড রয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x