রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্কঃ আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি।১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সকল সংসদ সদস্য এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সকল সংসদ সদস্য প্রার্থী হতে পারবেন। তবে প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।এ নির্বাচনের দেখভাল করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়।২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে, যার ক্ষণগণনা শুরু হয়েছে ২৪ জানুয়ারি থেকে।সংসদের চলতি অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে এটা অনেকটা নিশ্চিত। কারণ, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অধিবেশন চলবে।১৯৯১ সালের পর সব রাষ্ট্রপতিই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x