‘ফেসবুক বন্ধ করার কোনো কথা বলা হয়নি’

নিউজ ডেস্কঃ পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কথা বলেননি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমি এ কথা কখনোই বলিনি যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো। সেই ক্ষমতাও আমার নেই। আমরা এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলাপ করব, তারা কোনও সহযোগিতা করতে পারেন কিনা। একটি সীমাবদ্ধ সময়ের জন্য বন্ধ (ফেসবুক) রাখতে পারেন কিনা, সেটা বলব। আমরা বন্ধ (ফেসবুক) করে ফেলব, এটা বলতে পারি না।
আজ রোববার সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমরা বিটিআরসির সঙ্গে আলাপ করেছি। তারা সহযোগিতা করবে। বন্ধ না করেও তারা অন্য পদ্ধতিতে কাজ করতে পারে। তারা বলেছে, বিভিন্ন পদ্ধতিতে এগুলো (ফাঁস হওয়া প্রশ্ন) আসে। এ ক্ষেত্রে তারা কী করতে পারবেন, তারা ভেবে দেখবেন। পরীক্ষার সময় তারা লোক নিয়োগ করে রাখবেন। এ ধরনের কিছু হলে তারা সঙ্গে সঙ্গে জানাবেন। পুলিশ যেন ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থা তারা করবেন। জনগণের কোনও ব্যাঘাত সৃষ্টি হয়, এমন কিছু আমরা অবশ্যই বলিনি। অপরাধীদের কী করে বিরত রাখা যায়, সেই উদ্দেশ্যে বলেছি।
More News from বাংলাদেশ
-
লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও গালা ডিনার অনুষ্ঠিত –
-
-
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-