বললেন ওবায়দুল কাদের অনুপ্রবেশকারী নয়, বিএনপিই জঙ্গি স্টাইলে হামলা করেছে

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের প্রিজনভ্যানে হামলা চালানোর ঘটনা পূর্বপরিকল্পিত। বিএনপি নেতারাই এ হামলার মাস্টারমাইন্ড।বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এ সময় সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। কারা কারা ওখানে ছিল, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে।ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, সেদিন হাইকোর্টের সামনে যে ধরনের হামলা হয়েছে, তাতে যারা জড়িত তাদের গ্রেফতার না করে কী করব? সরকার কি বসে থাকবে?
তিনি বলেন, এ হামলায় পুলিশকে দোষ দিতে পারবে না। কারণ হামলার উসকানি তারাই (বিএনপি) দিয়েছে। এ হামলা পূর্বপরিকল্পিত, তারাই ঘটনা সাজিয়েছে ও ঘটিয়েছে।মঙ্গলবার বিকালে হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে নেতাকর্মীদের ছিনিয়ে নেন বিএনপির নেতাকর্মীরা।পর দিন বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় তার দলের কারও জড়িত থাকার অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলাকারীরা অনুপ্রবেশকারী।ফখরুলের এ দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, ফুটেজ আছে। এ হামলার ফুটেজ মুছে যায়নি। এ হামলা কীভাবে হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার। এটি অনুপ্রবেশ নয়, এটি পূর্বপরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা। এ হামলার মাস্টারমাইন্ড বিএনপির নেতারা। তারাই এ হামলা করিয়েছে।
তিনি আরও বলেন, আমরা কি এ ধরনের ঘটনা বিনাবিচারে ছেড়ে দিয়ে মানুষের জানমাল ঝুঁকির মুখে ফেলে দেব? এ ধরনের ঘটনাকে আশকারা দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সে কারণেই সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের কোনো কর্মসূচির প্রয়োজন নেই। আমাদের পক্ষ থেকে উসকানিমূলক কিছুই হবে না। আমরা সরকারে আছি, দেশের শান্তি-স্থিতি বজায় রাখার দায় আছে আমাদের। আমরা সতর্ক থাকব।তিনি আরও বলেন, যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করা হয়, উসকানিমূলক বা নাশকতাজাতীয় কিছু করা হয় এবং সহিংসতা দেখা যায়, তা হলে জনগণকে সঙ্গে রেখে উদ্ভূত পরিস্থিতির সমুচিত জবাব দেয়া হবে।সিরডাপের এ অনুষ্ঠানে ওবায়দুল কাদের জাইকার অর্থায়নে দুই হাজার ৯১২ কোটি টাকা ব্যয়ে ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় সড়ক ও জনপদ অধিদফতরের রংপুর জোনে ১৯টি এবং রাজশাহী জোনে ১৬টি ব্রিজ নির্মাণের চুক্তিতে সই করেন।২০১৫ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত প্রকল্পের আওতায় ছোট-বড় ৬১টি পিস গার্ডার ও স্টিল গার্ডার সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া প্রায় ৪২ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে।
More News from বাংলাদেশ
-
লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও গালা ডিনার অনুষ্ঠিত –
-
-
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-