বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমিতে তিনি মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার আহ্বান করেন।
শেখ হাসিনা বলেন, বিনা পয়সায় আমরা কেবল বইই দিই না, বই উৎসব করি। বই সাহিত্য চর্চার ক্ষেত্র প্রসারিত করে।তিনি আরো বলেন, হারিয়ে যাওয়া মাতৃভাষা চর্চার সুযোগ করে দিয়েছে সরকার।প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা দখলকারী অশুভ শক্তি সংস্কৃতি চর্চা করতে পারে না।
গ্রন্থমেলা ১ থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। ২রা ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার। শিল্প-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-সমকালীন প্রসঙ্গ এবং বিশিষ্ট বাঙালি মনীষীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে।
এবারো গ্রন্থমেলা উপলক্ষে ২২-২৩রা ফেব্রুয়ারি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন থাকছে। সম্মেলনে বাংলাদেশ, ফ্রান্স, স্পেন, নেপাল, শ্রীলঙ্কা, ভারতসহ ৮টি দেশের ১৫ জন কবি-লেখক-বুদ্ধিজীবী অংশ নেবেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x