বাবা হয়েছেন মুশফিক
স্পোর্টস ডেস্কঃ পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম। তার বাবা মাহবুব হামিদ ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন।স্ট্যাটাসে তিনি লিখেছেন- , ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে।আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন!!!’এদিকে সন্তান ভুমিষ্ট হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে বিমান ধরছেন মুশফিক।