বিমানবন্দর সংলগ্ন কাস্টম হাউজের সীমানায় দেয়াল ধসে শ্রমিক নিহত

নিউজ ডেস্কঃ ঢাকার বিমানবন্দর কাস্টম হাউসের সীমানায় একটি পয়ঃনিষ্কাশন নালা নির্মাণের সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম জানান, আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নালার দেয়াল ধসে পড়লে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।তাদের মধ্যে মোস্তফা নামে ৫০ বছর বয়সী এক মাটিকাটা শ্রমিককে বাংলাদেশ মেডিক্যালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান জানান।ওসি নূরে আজম বলেন, ড্রেন থেকে ধসে পড়া দেয়ালের অংশ সরানোর পর বোঝা যাবে, ঠিক কতজন এ ঘটনায় আহত হয়েছে।বিমানবন্দর কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, একটি ড্রেইনের নির্মাণ কাজ চলার মধ্যে নালার লাগোয়া পুরনো দেয়াল ধসে পড়ে। নালায় পানি থাকায় ড্রেনের ভেতরে থাকা শ্রমিকদের সরাতে গিয়ে বেগ পেতে হয়।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x