আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত
নিউজ ডেস্কঃ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিইসি কে. এম. নুরুল হুদা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইসির জনসংযোগ বিভাগের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদের নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। মনোনয়নপত্র পরীক্ষার পর রাষ্ট্রপতি পদে জনাব মো. আবদুল হামিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি পদে জনাব মো. আবদুল হামিদ একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কে. এম. নুরুল হুদা, রাষ্ট্রপতি আইন ১৯৯১-এর ধারা ৭ মোতাবেক জনাব মো. আবদুল হামিদকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেন।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ছিল মনোনয়নপত্র পরীক্ষার দিন। এর আগে গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে অন্য কেউ প্রার্থী হলে নির্বাচন কমিশনকে ভোটের ব্যবস্থা করতে হতো। তাহলে এবার ভোট দিত মোট ৩৪৮ জন সংসদ সদস্য। মৃত্যুজনিত কারণে দুটি সংসদীয় আসন শূন্য রয়েছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)