‘শিগগিরই সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দেবে র্যাব’
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবে র্যাব।সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।রোববার সচিবালয়ে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার একটি সামাজিক মর্যাদা রয়েছে। একটি বৃহত্তর দলের চেয়ারপারসন তিনি। এসব বিষয় মাথায় রেখেই তাকে কারাগারে ডিভিশনের প্রাপ্ত সব সুবিধা দেয়া হচ্ছে।মন্ত্রী জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ওই দিন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল থাকবে। গোটা শহীদ মিনার এবং আশপাশের এলাকা বিশেষ নজরদারিতে থাকবে।বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)