ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলাতুন্নেসার দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।ফজিলাতুন্নেসা সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৪ পুত্র, ৬ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আনাম সেলিম, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ওয়াহিদুজ্জমান, সংসদ সদস্য এ এম ইব্রাহিম ও নিজাম হাজারি প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে সকালে ফজিলাতুন্নেসার লাশ এ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে কোম্পানীগঞ্জে নিয়ে আসা হয়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)