নির্বাচনে যুক্তরাষ্ট্রকে ভূমিকা রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মতো সবাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী নির্বাচনে সব দলকে আনতে দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্যদের মতো আমরা সবাই চাই আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যাদের রেজিস্ট্রেশন আছে তারা সবাই নির্বাচনে অংশ নেবে। তবে সংবিধান অনুয়ায়ী বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়-মার্শা বার্নিকাটের বুধবারের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ২৫তম ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্টানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট।
মেলা পরিদর্শন শেষে তোফায়েল আহমেদের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্তগুলো কেবল ভোটের দিন নয়, সব সময়ই নিশ্চিত করতে হয়।  তিনি বলেন, সবাই যাতে অংশ নিতে পারে, সবাই যাতে সভা, সমাবেশ, বৈঠক করতে পারে, সবাই যেন নির্বিঘেœ তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে  যেতে পারে- সেটাও নিশ্চিত করতে হয়।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x