নারীদের মেধা কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক,ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মেয়েদের বসে থাকলে চলবে না।  নিজের পায়ে দাঁড়াতে হবে। তাদের নিজেদের মেধা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বেশি করে পড়ালেখা  করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা যাতে মূল স্রোতে আসতে পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। অর্থনৈতিকভাবে নারীদের স্বনির্ভর হতে হবে।  নারী উন্নয়ন বাস্তবায়নে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের প্রাধান্য দিচ্ছি। আমাদের উচ্চ আদালতে কোনও নারী ছিল না, আমি এসে সেই উদ্যোগ নিয়েছি।  আমি এসে নারীদের পুলিশের এসপি পদে নিয়োগ দিয়েছি।  এছাড়া প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্বের স্থান করে দিয়েছি। আমরা মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করে ছয় মাস করে দিয়েছি।তিনি আরও বলেন, ‘আমাদের মেয়েরা খেলাধুলায় এখন আর পিছিয়ে নেই।  আমাদের মেয়েরা এখন এভারেস্টেও যাচ্ছে। আমরা নারী নেতৃত্ব গ্রাম থেকে তৃণমূল পর্যায়ে আনার চেষ্টা করছি।তিনি নারীদের অবদানের কথা বলতে গিয়ে নিজের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের অবদানের কথা উল্লেখ করেন। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় তিনি যেভাবে সংসার, রাজনীতি ও আন্দোলন পরিচালনায় ভূমিকা রাখতেন সেসবের স্মৃতিচারণা করেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x