প্রধানমন্ত্রীর নি‌র্দে‌শে ছাত্রলীগের স‌ম্মেলন স্থগিত

নিউজ ডেস্কঃ আগামী ৩১শে মার্চে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলন স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে।

আজ বিকেলে সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত সম্মেলন হচ্ছে না। পরবর্তীতে সম্মেলনের দিনক্ষণ সবাইকে জানিয়ে দেয়া হবে।এর আগে প্রধানমন্ত্রী ছাত্রলীগ সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে সম্মেলন স্থগিত করার নির্দেশনা দেন।উল্লেখ্য,ছাত্রলীগের একটি অংশের দাবির মুখে গত ৪ঠা মার্চ আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের মার্চে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠানে প্রধামন্ত্রীর আগ্রহের কথা জানান।পরবর্র্তীতে সোহাগ-জাকির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে ৩১শে মার্চে ২৯তম সম্মেলনের দিনক্ষণ নিশ্চিত করেছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x