মাহমুদউল্লাহর জরিমানা, দুই ম্যাচ নিষিদ্ধ চান্দিমাল
স্পোর্টস ডেস্কঃ নিদাহাস ট্রফিতে শনিবার অনুষ্ঠিত ম্যাচে ধীর গতির বোলিংয়ের কারণে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে জরিমানা করা হয়েছে। অপরদিকে একই কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে। এক বিবৃতিতে রবিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি একথা জানিয়েছে।
ধীর গতির বোলিংয়ের অভিযোগ গুরুতর হওয়ায় লঙ্কান অধিনায়ক চান্দিমালকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। তাই ত্রিদেশীয় সিরিজের লিগপর্বে ভারত ও বাংলাদেশের বিপক্ষে আগামী ১২ ও ১৪ মার্চ পরবর্তী দুই ম্যাচ খেলতে পারছেন না তিনি। নির্ধারিত সময়ে চার ওভার বোলিং শর্ট ছিল শ্রীলঙ্কার। তাছাড়া দলের অন্য সদস্যদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত হয়। চান্দিমালের নেতৃত্বে পরবর্তী ১২ মাসের মধ্যে একই ধরনের অভিযোগের প্রমাণ পেলে তিনি দুই থেকে ৮টি সাসপেনশন পয়েন্ট পাবেন।আর নির্ধারিত সময়ে বাংলাদেশ দলের এক ওভার বোলিং শর্ট ছিল। তাই অভিযোগ তুলনামূলক কম গুরুতর হওয়ায় মাহমুদউল্লাহর ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটার সিদ্ধান্ত দিয়েছে আইসিসি। একইসঙ্গে দলের অন্য সদস্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে।