প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশে ফিরছেন
নিউজ ডেস্ক,ঢাকাঃ কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৩ মার্চ) বিকালে দেশে ফিরছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিকালে শেখ হাসিনা ঢাকা ফিরবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে রবিবার সিঙ্গাপুর পৌঁছেন। বুধবার তার দেশে ফেরার কথা ছিল।এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরবেন। এ দুর্ঘটনায় তিনি নেপাল, চীন ও মালদ্বীপের নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বিমান দুর্ঘটনার পরপরই শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলির সঙ্গে কথা বলেন এবং উদ্ধার অভিযান পরিচালনা ও আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।শেখ হাসিনা বলেন, তিন বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছেন। হতাহতদের পরিবারের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় সব পদক্ষেপ গ্রহণ করছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)