শেষ ম্যাচকে সামনে রেখে দলে যোগ দিচ্ছেন সাকিব

নিউজ ডেস্ক,স্পোর্টস ডেস্কঃ একটু বিলম্ব হলেও চোট কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসান। ইতোমধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। খেলার মতো ফিট বিশ্বসেরা অলরাউন্ডার! তাই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলংকা যাচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। আজ বিকালে কলম্বোয় পৌঁছার কথা তার। নিদাহাস ট্রফিতে অঘোষিত ‘সেমিফাইনালে’ লংকানদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। শ্রীলংকা যাচ্ছেন তিনি। আগামীকাল শুক্রবার বাঁচামরার ম্যাচে খেলবেন তিনি!হোমগ্রাউন্ডে জানুয়ারিতে তিন জাতি ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় কণিষ্ঠ আঙুলে চোট পান  সাকিব। ধারণা করা হচ্ছে- নিদাহাস ট্রফির আগেই সেরে উঠবেন তিনি।সেরেও উঠেছিলেন! তবে তাড়াহুড়ো করে অনুশীলন শুরু করায় বিপত্তিটা বাধে। এতে চোট গুরুতর আকার ধারণ করে। ফলে প্রথম পর্বে থাইল্যান্ডে চিকিৎসা করাতে যান তিনি। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বো যান। এখান থেকে ফের যান অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে দেখান। তখনই সুখবরটা পাওয়া যায়, একটি ইনজেকশন দিয়েই তিনি বলে দেন আর অস্ত্রোপচার করাতে হবে না।দেশে ফিরেই অনুশীলন শুরু করেন সাকিব। প্রথমে ক্যাচ, পরে বোলিং প্র্যাকটিস করেন। অবশেষে স্বস্তির খবর পাওয়া গেল। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Leave a Reply

Developed by: TechLoge

x