সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্কঃ ‘আর্থিক’ কারণ দেখিয়ে এ বছরের শেষ দিকে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের।ওই সময়টায় অস্ট্রেলিয়ায় ফুটবলের মৌসুম চলবে। অস্ট্রেলিয়ান টেলিভিশন সম্প্রচারকরা ফুটবল মৌসুমের মাঝে তাই ক্রিকেট সিরিজ সম্প্রচারে আগ্রহী নয়।ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, এই সিরিজটি ‘অর্থনৈতিকভাবে ফলপ্রসূ’ হতো না।ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো বলছে, এই সফরের বদলি হিসেবে ২০১৯ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে পারে।বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, ‘আমরা কিছু প্রস্তাব দিয়েছি, তাদের জবাবের অপেক্ষায় আছি।সিরিজ বাতিলের ব্যাখ্যায় সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, সিরিজের সময়ের কারণেই তা বাতিল করা হয়েছে। বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছিল ২০০৩ সালে। আর ২০০৬ সালের পর গত বছর বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া।

Leave a Reply

Developed by: TechLoge

x