চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হ্যাটট্রিক শিরোপা
স্পোর্টস ডেস্ক: আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রিয়াল মাদ্রিদ ব্যতিত অন্যকোন ক্লাবই এ কৃতিত্ব দেখাতে পারেনি। তবে ম্যাচ শুরুর আগেই গুজব উঠেছিল আন-লাকি ১৩’কে কি লাকি ১৩ করতে পারবে রিয়াল।আর নিজেদের সেরা প্রমাণ করেই চ্যাম্পিয়ন্স লিগের
আবারও সর্বোচ্চ শিরোপাধারী হয়েছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলকে হারিয়ে সংখ্যাটাকে ১৩-তে নিয়ে গেল দলটি। অধিনায়ক সের্হিও রামোসও তাই দাবি করলেন, তাদের দলটি এখন কিংবদন্তি। গতকাল শনিবার (২৬ মে) রাতে ইউক্রেনের কিয়েভে করিম বেনজেমা ও গ্যারেথ বেলের গোলে লিভারপুলকে ৩-১ গোলে হারায় রিয়াল। এদিকে সব মিলিয়ে বায়ার্ন মিউনিখের পর প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের দল।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ছিল রিয়াল। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রামোস জানালেন লিভারপুলকে সামলানোর উপায়টা জানতেন তারা।
“আমরা জানতাম, ম্যাচটা কঠিন হবে। এই দলটা তাদের ক্ষুধা, জয়ের আকাক্সক্ষা দেখিয়েছে। এখন আমরা কিংবদন্তি দল।আমরা জানতাম, লিভারপুলকে কিভাবে সামাল দিতে হবে এবং নিজেদের খেলাটা খেলতে হবে।”
রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসও জানালেন, শিরোপা জয়ের আত্মবিশ্বাস সবসময় ছিল তাদের।
“আমরা সবকিছু দিয়ে লড়াই করেছি। এই জয়ের আনন্দ সীমাহীন। আমরা কখনও বিশ্বাস হারায়নি। তাই আমরা আবারও চ্যাম্পিয়ন।”